বড়লেখা প্রতিনিধি

০৮ অক্টোবর, ২০১৬ ২০:২৬

জুড়ীতে ৫শ’ দরিদ্র নারী-পুরুষের মধ্যে চাল বিতরণ

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচি’র আওতায় ১০ টাকা কেজি দামে পশ্চিম জুড়ী ইউনিয়নের ৫০০ জন দরিদ্র নারী-পুরুষের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ভবানিগঞ্জ বাজারে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ বলেন, ১০ টাকা কেজি দামে দরিদ্র মানুষের মধ্যে চাল বিতরণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ হলো। খাদ্যবান্ধব কর্মসূচি’র আওতায় ১০ টাকা কেজিতে চাল বিতরণ প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্ত উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে দারিদ্র্য বিমোচনের অগ্রযাত্রার যে লক্ষ্যমাত্রা তা এই উদ্যোগের মাধ্যমে দ্রুততর হবে। সরকারের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

অনুষ্ঠানে পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাসের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা দেবদুলাল দাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বদরুল হোসেন, সফিক আহমদ, ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মণি, পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবের হাসান জেবলু, আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুর নূর, মৎস অফিসার আসাদ উল্লাহ, যুবলীগের সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস, আ’লীগ নেতা আব্দুল কাদির দারা প্রমুখ। 

আপনার মন্তব্য

আলোচিত