সিলেটটুডে ডেস্ক

১০ অক্টোবর, ২০১৬ ১৬:০৪

সিলেটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

'সবার জন্য মানসিক স্বাস্থ্য সহায়তা' শ্লোগানে সিলেটে সোমবার (১০ অক্টোবর) পালিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস।

দিবসটি উপলক্ষে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের সেমিনার কক্ষে বিজ্ঞান ভিত্তিক আলোচনা ও র‌্যালির আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস সিলেট শাখা।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোরশেদ আহমেদ চৌধুরী। এ সময় তিনি বলেন, মানসিক ভারসাম্যহীনতা বর্তমান সামাজিক বিপর্যয়ের অন্যতম কারণ। এ জন্য সকলকে এগিয়ে আসতে হবে।

অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক গোপাল শঙ্কর দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. আর.কে.এস রয়েলের পরিচালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন, সহকারি অধ্যাপক ডা. কাওসার আহমেদ, সহযোগী অধ্যাপক ডা. সামছুল হক চৌধুরী, ডা. এএফএম নাজমুল ইসলাম, ডা. মোসাররফ হোসেন, সহকারী অধ্যাপক ডা. দীপেন্দ্র নারায়ণ দাস, সহযোগী অধ্যাপক ডা. সুস্মিতা রায়, সহকারি অধ্যাপক ডা. আহমদ রিয়াদ চৌধুরী, সহযোগী অধ্যাপক ডা. সিদ্ধার্থ পাল প্রমুখ।

আলোচনা সভা শেষে কলেজ প্রাঙ্গণে র‌্যালি বের করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত