নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর, ২০১৬ ০১:৫৮

খাদিজার নামে হবে রাস্তার নামকরণ

ছাত্রলীগ সন্ত্রাসীর চাপাতির জীবনমৃত্যুর সন্ধিক্ষণে থাকা সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের গ্রামের বাড়ির কাঁচা রাস্তাটি পাকাকরণের পর তাঁর নামে নামকরণের আশ্বাস দিয়েছেন সিলেট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান। খাদিজার বাড়ি সিলেট সদর উপজেলার আউশা গ্রামে।

সোমবার তার পরিবারের সদস্যদের সাথে দেখা করতে গিয়ে অ্যাডভোকেট লুৎফুর বাবা-মার কাছ থেকে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এছাড়া দ্রুততার সাথে এই ঘটনার বিচারের সম্পন্ন করা হবে বলেও তাদের আশ্বস্থ করেন।

এসময়  মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. হিরন মিয়া সিলেট-সুনামগঞ্জ সড়ক হতে হাউসায় খাদিজার বাড়ি হয়ে যাওয়া কাঁচা রাস্তাটি পাকাকরণের প্রস্তাব দিলে জেলা পরিষদের প্রশাসক রাস্তাটি পাকাকরণ সহ তাঁর নামে নামকরণের ঘোষণা দেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগে যুগ্ম সাধারণ সম্পাদক সুজাত আলী রফিক, সদর উত্তর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যার হিরন মিয়া, জেলা যুবলীগ নেতা মোবাশ্বীর আলী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত