সিলেটটুডে ডেস্ক

২১ অক্টোবর, ২০১৬ ০২:০৯

১০ টাকা কেজি মূল্যের চাল পেতে চা শ্রমিকদের স্মারকলিপি

সরকারের হতদরিদ্রদের জন্য দশ টাকা কেজি দরের চাল পেতে  সিলেটের তিনটি চা বাগানের শ্রমিকরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে কালাগুল, কেওয়াছড়া ও তারাপুর চা বাগানের পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, দরিদ্র সীমার মাঝে বসবাস করেও খাদিমনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কালাগুল চা বাগান এবং টুকেরবাজার ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের তারাপুর ও কেওয়াছড়া চা বাগানের শ্রমিকরা দশ টাকা কেজির চাল কেনার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। বিষয়টি সুনির্দিষ্ট তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণ করতে তারা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।

স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা, লাক্কাতুরা বাগানের পঞ্চায়েত সভাপতি সিতু লোহাড়, কেওয়াছড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি ধরণী দাস, তারাপুর চা বাগানের পঞ্চায়েত সভাপতি চৈতন মোদী, কালাগুল চা বাগানের শ্যামল ছত্রী, মিলন লোহাড়, সুনীল মোদীসহ অর্ধ শতাধিক চা শ্রমিক উপস্থিত ছিলেন।

স্মারকলিপির অনুলিপি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমানকেও প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত