বড়লেখা প্রতিনিধি

২২ অক্টোবর, ২০১৬ ১৮:০২

বড়লেখায় ১০ টাকা কেজির চাল বিক্রিতে অনিয়ম, ২ ডিলারকে জরিমানা

হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রিতে অনিয়মের অভিযোগে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দুই ডিলারকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এরা হলেন- উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মুড়াউল বাজারের ডিলার নাছির উদ্দিন ও দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঁঠালতলী বাজারের আব্দুর রহিম।

শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন এই জরিমানার আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ১০ টাকা কেজি দরের চাল বিক্রিতে ওজনে কম দেওয়ার অপরাধে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মুড়াউল বাজারের ডিলার নাছির উদ্দিনকে ৩ হাজার টাকা ও দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঁঠালতলী বাজারের আব্দুর রহিমকে মজুদকৃত চালে ৩ বস্তা কম থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া উপজেলার দক্ষিণভাগ বাজারে ব্যবসায়ী হাছিব আলীকে চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির দায়ে ১০ হাজার টাকা, পৌর শহরের পানিদার এলাকার শ্যামলী বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ৫ হাজার, চান্দগ্রাম বাজারের ব্যবসায়ী শাহাজাহান আহমদকে আয়োডিনবিহীন লবণ বিক্রির দায়ে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় স্যানিটারি ইন্সপেক্টর জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত