নিজস্ব প্রতিবেদক

২৭ মার্চ, ২০১৭ ১২:০৩

আস্তানার বাইরে বোমা হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা

শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহলের বাইরে পৃথক দুটি বোমা হামলা ও নিহতের ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৭ মার্চ) সকালে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ফজল সিলেট টুডে টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাতপরিচয় আসামি দেখিয়ে থানার উপপরিদর্শক (এসআই) শিপলু চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ছয়জন নিহত ও ৩০-৩৫ জনকে আহত দেখানো হয়েছে।

শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টা ও রাত ৮টায় বোমা দু'টি বিস্ফোরিত হয়। প্রথম বোমাটি জঙ্গিদের হামলার মাধ্যমে ঢাকা-সিলেট মহাসড়কের গোটাটিকর ইসলামিয়া দাখিল মাদরাসা সংলগ্ন পুলিশ চেকপোস্টে বিস্ফোরিত হয় এবং দ্বিতীয়টি উদ্ধারের পর নিষ্ক্রিয় করতে গিয়ে এর বিস্ফোরণ ঘটে।

দুই বিস্ফোরণে নিহত হন জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম, আদালত পুলিশের পরিদর্শক চৌধুরী মো. আবু কয়ছর, ছাত্রলীগ নেতা জান্নাতুল ফাহমি ও অহিদুল ইসলাম অপু, ছাতকের দয়ারবাজার এলাকার কাদিম শাহ এবং নগরীর দাঁড়িয়াপাড়ার শহীদুল ইসলাম।

আপনার মন্তব্য

আলোচিত