ওসমানীনগর প্রতিনিধি

২৭ মার্চ, ২০১৭ ১৭:৫৯

ওসমানীনগরে বহিরাগতদের তথ্য সংগ্রহ করছে পুলিশ

সিলেটের দক্ষিণ সুরমার ‘আতিয়া মহলে’ জঙ্গি আস্তানা উদঘাটনের পর ওসমানীনগরে বসবাসরত বহিরাগত ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহে নেমেছে পুলিশ।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আওয়াল চৌধুরী নেতৃত্বে একদল পুলিশ স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে তথ্য সংগ্রহের জন্য ছুটছেন মানুষের দ্বারে দ্বারে।

সোমবার (২৭ মার্চ) দিনভর উপজেলার ব্যবসায়িক প্রাণ কেন্দ্র গোয়ালাবাজারের প্রতিটি বাসায় গিয়ে ভাড়াটিয়া ও মালিক পক্ষের কাছে তথ্য প্রদানের ফরম বিতরণ করেন। এ সময় পুলিশের সাথে ছিলেন গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক, ইউপি সদস্য আবদুল সামাদ ও সাংবাদিক আনোয়ার হোসেন আনা।

ওসি আবদুল আওয়াল চৌধুরী জানান, এলাকায় বসবাসরত সকল বহিরাগতসহ সকল ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ করা হচ্ছে। তথ্য পাওয়ার পর তা যাচাই-বাছাই করা হবে। ভাড়াটিয়াদের তথ্য প্রদানে পুলিশ ও স্থানীয় ইউনিয়ন প্রশাসনকে সহযোগিতা প্রদানের জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত