নিজস্ব প্রতিবেদক

০৩ এপ্রিল, ২০১৭ ১৭:১৪

এ ধরনের নাটক বন্ধ করতে হবে: আরিফ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

সোমবার (৩ এপ্রিল) বিকেলে আরিফুল হকের দায়ের করা রিটের শুনানি শেষে এ আদেশ দেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সিলেটটুডেকে টুয়েন্টিফোর ডটকমকে আরিফুল হক জানান, গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের নাটক বন্ধ করতে হবে। এ সব নাটকের মাধ্যমে জনগণের ম্যান্ডেটকে অবজ্ঞা করা হচ্ছে।

সকলের শুভ বুদ্ধির উদয় হবে প্রত্যাশা করে আরিফুল হক দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, রোববার (২ এপ্রিল) বেলা ১১টায় নগর ভবনে গিয়ে মেয়রের দায়িত্ব গ্রহণ করেন আরিফ। দায়িত্ব নেয়ার মাত্র ৩ ঘণ্টা মাথায় দুপুর ২টায় তাঁকে সাময়িক বহিষ্কারের আদেশ সম্বলিত স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের একটি চিঠি সিলেট সিটি কর্পোরেশনে এসে পৌঁছায়।

সুনামগঞ্জের দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে বোমা হামলার মামলায় চার্জশিটভুক্ত আসামি হওয়ায় তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে আদেশে জানানো হয়।


আপনার মন্তব্য

আলোচিত