সিলেটটুডে ডেস্ক

০৫ এপ্রিল, ২০১৭ ১৪:১১

বাহুবলে লাইনের উপর পাহাড় ধস, ট্রেন চলাচলে বিঘ্ন

বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর রেল স্টেশনের কাছে পাহাড় ধসে লাইনের উপরে পড়ায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। পাহাড় ধসের কারণে ঢাকা-সিলেট রেলপথ বন্ধ হয়ে যায়।

বুধবার (৫ এপ্রিল) সকাল ১০টায় এ ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল রেল জংশন মাস্টার মো. জাহাঙ্গীর আলম জানান, সকালে পাহাড়ি ঢলের কারণে পাহাড় ধসে রেল লাইনের উপরে পড়ে। খবর পেয়ে দ্রুত রেলওয়ে শ্রমিকরা মাটি সরিয়ে ফেলে। এতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ৩৫ মিনিট দেরিতে শ্রীমঙ্গল ছেড়ে যায়।

শায়েস্তাগঞ্জ রেল জংশন মাস্টার মো. সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস শায়েস্তাগঞ্জে ৫০ মিনিট অপেক্ষ‍ার পর গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

আপনার মন্তব্য

আলোচিত