সিলেটটুডে ডেস্ক

০৫ এপ্রিল, ২০১৭ ১৯:৫২

সিলেটে যমুনা টেলিভিশনের ৩য় বর্ষপূর্তি পালিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে কেক কেটে যমুনা টিভির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) বিকেল ৫ টায় যমুনা টিভির সিলেট ব্যুরো অফিসে আয়োজন করা হয় কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এসময় উপস্থিত অতিথিরা যমুনাটিভির ৩ বছরের পথ চলায় নাগরিক প্রত্যাশা পূরণ করেছে উল্লেখ্য করে বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রায় যমুনাটিভি আগামীতে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

অতিথিরা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুখি সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠায় যমুনাটিভি মান সম্পন্ন অনুষ্ঠান ও নিরপেক্ষ সংবাদ প্রচারে অগ্রণী ভূমিকা রাখবে। বিশেষ করে অনুসন্ধানী সাংবাদিকতায় যমুনাটিভির সাহসি অগ্রযাত্রার প্রশংসা করেন অতিথিরা।

উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, কোম্পানীগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য মাহি উদ্দিন সেলিম, সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবীর, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশন ইমজার সভাপতি আল-আজাদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সহ সভাপতি মোকাদ্দেস বাবুল, মদন মোহন কলেজের সহকারী অধ্যাপক এমএম রউফ পল্লব, সিলেট ক্যাবলস সিস্টেমস প্রাইভেট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জুনেল আহমদ এডভোকেট, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, এনটিভির সিলেট ব্যুরো প্রধান মইনুল হক বুলবুল, এসএটিভির সিলেট ব্যুরো ইনচার্জ আব্দুল আলিম শাহ, এটিএন নিউজের স্টাফ রিপোর্টার সজল ছত্রী, চ্যানেল নাইনের স্টাফ রিপোর্টার দেবাশীষ দেবু, ইন্ডিপেনডেন্ট টিভির ও বিডি নিউজ টুয়েন্টিফোর’র স্টাফ রিপোর্টার মঞ্জুর আহমদ, ডিবিসি’র সিলেট প্রতিনিধি প্রত্যুষ তালুকদার, মাছরাঙ্গা টিভি’র সিলেট প্রতিনিধি সাকির হোসাইন, সময় টিভি’র স্টাফ রিপোর্টার আব্দুল আহাদ, ডেইলি স্টার’র সিলেট প্রতিনিধি দ্বোহা চৌধুরী, মাইটিভি’র সিলেট প্রতিনিধি টুনু তালুকদার, চ্যানেল আই ইউকে’র সিলেট প্রতিনিধি ফয়সাল আহমদ মুন্না, ইকরা টিভি ইউকের স্টাফ রিপোর্টার দেবাশীষ দাস, সিলেট প্রতিনিধি শাওন পাল, চ্যানেল এসএ ইউকের রিপোর্টার মোস্তাফিজুর রহমান রোম্মান, যুগান্তর সিলেট অফিসের স্টাফ রিপোর্টার আজমল খান, সিলেট ব্যাডমিন্টন একাডেমির পরিচালক শিব্বির আহমদ, এনটিভি’র ক্যামেরাপার্সন আনিস রহমান, যুগান্তর ফটো সাংবাদিক মামুন হাসান, দেশটিভি’র ক্যামেরাপার্সন আশরাফুল কবীর, সময়টিভি’র ভিডিও জার্নালিষ্ট দিগেন সিংহ, নিউজ টুয়েন্টিফোর’র ক্যামেরাপার্সন নাজমুল কবীর পাভেল, সময়টিভি’র ভিডিও জার্নালিষ্ট নওশাদ আহমদ চৌধুরী, চ্যানেল টুয়েন্টিফোরের ক্যামেরাপার্সন শফি আহমদ, দিপু বৈদ্য, ডিবিসি’র ক্যামেরাপার্সন সেলিম হাসান, মাছরাঙ্গা টিভি’র ক্যামেরাপার্সন শুভ্র দাস রাজন, চ্যানেল নাইনের ক্যামেরাম্যান শাকিল আহমদ সোহাগ, এটিএন বাংলা ইউকে’র ক্যামেরাপার্সন রুবেল আহমদ, একাত্তর টিভি’র ক্যামেরাম্যান শাকিব আহমদ মিঠু, চ্যানেল এসএ ইউকের ক্যামেরাম্যান রাহিন আহমদ, এটিএন নিউজের ক্যামেরাম্যান অনিল পাল, ব্যবসায়ি মিষ্ঠু দত্ত প্রমুখ।

কেক কাটার অনুষ্ঠান সমন্বয় করেন যমুনাটিভি’র সিলেট ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন, ক্যামেরাপার্সন নিরানন্দ পাল, আইটি ইনচার্জ অফিসের সৌরভ পাল।

এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ যমুনা পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে কণ্ঠশিল্পী শিব্বির আহমদ, পপি কর, মীনাক্ষী দেব রিয়া সংগীত পরিবেশন করেন।

আপনার মন্তব্য

আলোচিত