মাধবপুর প্রতিনিধি

০৫ এপ্রিল, ২০১৭ ২১:৫২

মাধবপুরে নাতনীকে বিদেশ পাঠিয়ে দাদার ধর্ষণ ও অপহরণ মামলা

নাতনীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা দাদার করা মামলা পুলিশি তদন্তে ভুয়া প্রমানিত হয়েছে। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলায়।

মামলার অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার বহরা ইউনিয়নের দেওগাঁও গ্রামের মো. খুরশেদ আলী তার নাতনী মোর্শেদা আক্তারকে ধর্ষণ ও অপহরনের অভিযোগ এনে একই গ্রামের আকবর আলীর ছেলে সবুজ মিয়াসহ ৫ জনকে আসামি করে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে একটি দরখাস্ত মামলা দায়ের করেন (মামলা নং-৪৯২/১১)। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশকে তদন্ত করার দায়িত্ব দেন।

মামলার পর হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটি তদন্তে নামে। পরে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. ইকবাল বাহার মামলাটি তদন্ত করে ২০১৬ সালে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, মো. খুরশেদ আলীর সঙ্গে একই গ্রামের আকবর আলীর বাড়ির সীমানাসহ বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব বিরোধ ছিল। খুরশেদ আলীর নাতনী মোর্শেদা আক্তারের সঙ্গে আকবর আলীর ছেলে সবুজ মিয়ার বিয়ে হয়। পরে মোর্শেদা আক্তারের সঙ্গে সবুজ মিয়ার দাম্পত্য কলহ দেখা দিলে মোর্শেদা আক্তার সবুজ মিয়াকে তালাক দিয়ে জর্ডান চলে যান।

আকবর আলী জানান, তাদের সঙ্গে সীমানা সংক্রান্ত বিরোধ থাকায় মিথ্যা মামলা করে হয়রানি করা হয়েছে। তারা চাইছে আমাদের সমস্যায় ফেলে আমাদের ভিটের জায়গাটি হাতিয়ে নিতে। 

আপনার মন্তব্য

আলোচিত