বড়লেখা প্রতিনিধি

০১ জুন, ২০১৭ ১৯:৩৯

বড়লেখায় ৫ ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর, নিজ বাহাদুরপুর, তালিমপুর, দাসেরবাজার ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) বিকেলে ইউনিয়ন পরিষদ হলরুমে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানরা এ উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। পৃথক এসব অনুষ্ঠানে অতিথি ছিলেন ইউএনও এসএম আব্দুল্লাহ আল মামুন ও ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু প্রমুখ।

মঙ্গলবার বিকেলে দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন ১ কোটি ১৫ লাখ ১১ হাজার টাকা, নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক ১ কোটি ৩২ লাখ ৪১ হাজার ৮৪৫ টাকা, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস ১ কোটি ২২ লাখ ১৩ হাজার ১০ টাকা, দাসেরবাজার ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন ১ কোটি ২৮ লাখ ২৫ হাজার ৩৫০ টাকা ও দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন ১ কোটি ৩২ লাখ টাকার পৃথক পৃথক উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।

এদিকে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে বাজেট ঘোষণা সভায় স্থানীয় ছাত্রনেতা নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও এসএম আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আশিক উদ্দিন, আনিছ আহমদ, সাংবাদিক তপন কুমার দাস, ইউপি সদস্য আব্দুল মান্নান, সারথী পুরকায়স্থ, আব্দুর রহিম, আব্দুল মুকিত, আব্দুল আজিজ, তাজ উদ্দিন, রফিকুল আলম, সংরক্ষিত ইউপি সদস্যা (নারী) রোশনা বেগম, ছাবিনা বেগম, বিলকিছ বেগম প্রমুখ।

নিজ বাহাদুরপুর ইউনিয়নে বাজেট ঘোষণা সভায় সচিব সঞ্জয় নায়কের সঞ্চালনায় প্রধান অতিথি বিবেকানন্দ দাস নান্টু ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ময়নুল হক, বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস আবু, শিক্ষক মাহমুদুর রহমান সরফ, যুবলীগ নেতা হেলাল আহমদ, তোফায়েল আহমদ, ইউপি সদস্য ইমাম উদ্দিন হিফজুর। উপস্থিত ছিলেন ইউপি সদস্য সিরাজ উদ্দিন, কবির আহমদ, শামীম আহমদ, রশিদ আহমদ সুনাম, সামাদ আহমদ, আব্দুস শুকুর, শামীম আহমদ, সাজু আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত