বড়লেখা প্রতিনিধি

০৪ জুলাই, ২০১৭ ২২:৫৫

বড়লেখায় আওয়ামী লীগ ও কলেজ শিক্ষক-শিক্ষার্থীদের ত্রাণ বিতরণ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বন্যা কবলিত তালিমপুর, বর্ণি ও দাসেরবাজার ইউনিয়নের সহস্রাধিক পরিবারে ত্রাণ বিতরণ করেছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (৪ জুলাই) উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বর্ণি ইউনিয়নে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি। এছাড়া বর্ণি ইউনিয়নের বন্যা কবলিত ৩০০ পরিবারের সরকারি জিআর কর্মসূচির চাল বিতরণ করেন হুইপ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সহকারি কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম হেলাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোবায়ের আহমদ প্রমুখ।

এদিকে, তালিমপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিনের নেতৃত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, স্থানীয় ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমদ জুয়েল প্রমুখ।

দাসেরবাজার ইউনিয়নে সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদের নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ প্রমুখ।

বড়লেখা ডিগ্রি কলেজের উদ্যোগে ত্রাণ বিতরণ :
বড়লেখা ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে বন্যাদুর্গত তালিমপুর ইউনিয়নের হাল্লা, গগড়া ও সাতঘরি গ্রামের শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্তী।

এ সময় কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. নিয়াজ উদ্দীন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবদুস সবুর আহমদ, কলেজ শিক্ষার্থী সুমন আহমদ, ইমরান হোসেন, আব্দুর রব বাবু, সুমিত ভট্টাচার্য, মজিদ রহমান, আব্দুর রহমান, হিমেল আহমদ, কাওছার হোসেন, জুনেদ আহমদ, তৌফিক আবির, নাসির উদ্দিন,তাহের আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত