নিজস্ব প্রতিবেদক

২৩ জুলাই, ২০১৭ ০১:৫৯

এইচএসসির ফলাফল আজ, অপেক্ষায় সিলেটের ৬৫ হাজার শিক্ষার্থী

আজ  (রোববার ) প্রকাশিত হবে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি তুলে দেয়ার পর দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন।
 
এর পরপরই সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করা হবে বলে শিক্ষাবোর্ড সুত্রে জানা গেছে।
 
এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ এপ্রিল। তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা শেষ হয় ১৫ মে। ব্যবহারিক পরীক্ষা ১৬ মে শুরু হয়। শেষ হয় ২৫ মে।
 
এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।
 
সিলেট শিক্ষা বোর্ড থেকে এ  বছর ৬৫ হাজার ৪ শ ৭৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। আজ এই শিক্ষার্থীদের অপেক্ষার অবসান হতে চলছে।

আপনার মন্তব্য

আলোচিত