নিজস্ব প্রতিবেদক

২৩ জুলাই, ২০১৭ ২০:২৬

সিলেটে ভালো করেছে বিজ্ঞানের শিক্ষার্থীরা, পিছিয়ে মানবিক বিভাগ

উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের ফলাফলে বরাবরের মতো এবারও ভালো করেছে বিজ্ঞানের শিক্ষার্থীরা। অন্যদিকে মানবিক বিভাগের শিক্ষার্থীরা পিছিয়ে থাকলেও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা বজায় রেখেছে ফলের ধারাবাহিকতা।

রোববার প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সিলেট শিক্ষা বোর্ডের বিজ্ঞান বিভাগ থেকে ১০ হাজার ৪শ’ ৭৮জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৮ হাজার ৭শ’ ৪৬জন । পাসের হার ৮৩ দশমিক ৪৭ ভাগ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬০৪ জন।

মানবিক বিভাগ থেকে ৪৩হাজার ৬শ’ ০৩ জন পরিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২৯ হাজার ৩৫৬ জন। পাসের হার ৬৭ দশমিক ৮২ ভাগ।এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৬ জন।

বাণিজ্য বিভাগ থেকে ১১ হাজার ৩শ’ ২১ জন পরিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৮ হাজার ৬শ’ ৯৫ জন। পাসের হার ৭৭ দশমিক ৩৭ ভাগ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭০ জন।

ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, সিলেটে মানবিক বিভাগের পাশের হার সর্বনিম্ন। আর তাই বিজ্ঞান বিভাগে পাশের হার ৮৩ দশমিক ৪৭ ভাগ হওয়া সত্ত্বেও পুরো সিলেটের পাশের হার ৭২.০০ ভাগ। তবে এবারো বাণিজ্য বিভাগ মোটামুটি ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। বাণিজ্য বিভাগে পাসের হার ৭৭ দশমিক ৩৭ ভাগ।

আপনার মন্তব্য

আলোচিত