মৌলভীবাজার প্রতিনিধি

৩১ জুলাই, ২০১৭ ১৯:৪৯

রাজনগরে মাছ শিকার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ফজই মিয়া (৫৫) নামক এক ব্যক্তি মাছ শিকার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

সোমবার সকালে উপজেরার দলদল ছড়া খাল থেকে তার লাশটি উদ্ধার করে মর্গে পাাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, রাজনগর উপজেলার হাটি করাইয়া গ্রামের মৃত সৈয়দ উল্লার ছেলে ফজই মিয়া জাল (উড়াল জাল) দিয়ে মাছ ধরতে যান একই গ্রামের দলদল ছড়ায় (খাল)।  জাল ফেলার সময় অসাবধানতা বশত ছড়ার উপর দিয়ে  বিদ্যুতের (ঝুলানো) তারে আটকে যায় জাল।

এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয়রা ফজই মিয়ার লাশ দেখতে পেয়ে রাজনগর থানার খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এব্যাপারে নিহতের স্ত্রী বাদী হয়ে রাজনগর থানায় অপমৃত্যু মামলা করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজিব হোসেন জানান, অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে। সুরত হাল রিপোর্টে আঘাতের কোন দাগ নেই। যে বিদ্যুতের তারে তিনি জড়িয়েছেন তা বৈধতা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত