নিজস্ব প্রতিবেদক

০১ আগস্ট, ২০১৭ ০০:৫৩

কানাইঘাটে তিনশ’ টাকার জন্য পাথর শ্রমিককে হত্যা!

কানাইঘাটে হারুন আহমদ (৩৫) নামে এক পাথর শ্রমিককে ছুরিকাহত করে হত্যা করা হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। পাওনা টাকা ফিরিয়ে না দেওয়ার অভিযোগে সুমন আহমদ (২৬) নামে এক ব্যক্তি তাকে খুন করে বলে জানা গেছে।

পুলিশ জানায়, ঘটনার পর থেকে সুমন পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চালছে। পুলিশ।

নিহত হারুন উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের কালীনগর গ্রামের মন্তাজ মিয়ার ছেলে। আর অভিযুক্ত সুমন একই গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, হারুন আহমদের বোন জামাই কবিরের কাছে ৩০০ টাকা পাওনা ছিল সুমনের। সোমবার রাতে সুমন পাওনা টাকা ফেরত চাইলে কবিরের হয়ে সময় চান হারুন। তখন ক্ষিপ্ত হয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে ছুরিকাঘাত করে হারুনকে গুরুতর আহত করে পালিয়ে যায় সুমন। পরে স্থানীয়রা তাৎক্ষণিক কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে আমি তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করি। সুমনকে ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।

তিনি জানান, নিহতের মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

আপনার মন্তব্য

আলোচিত