শ্রীমঙ্গল প্রতিনিধি

০৫ অক্টোবর, ২০১৭ ১৬:৪৬

শ্রীমঙ্গলে ‘বিএসটিআই সনদপত্র প্রাপ্তির পদ্ধতি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ে 'বিএসটিআই সনদপত্র প্রাপ্তির পদ্ধতি' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) শ্রীমঙ্গল উপজেলা বিআরডিবি হল রুমে আয়োজিত এ সেমিনারে সিএম লাইসেন্সের জন্য আবেদনের নিয়মাবলী, সিএম সনদ অনুমোদন প্রক্রিয়া, সিএম ফি সংক্রান্ত তথ্য, লাইসেন্স নবায়ন ও সার্ভিল্যান্স কার্যক্রম, মোবাইল কোর্ট পরিচালনা সহ যোগাযোগ ও তথ্য প্রাপ্তির মাধ্যম ইত্যাদি বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।

এসএএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসটিআই এর সহকারী পরিচালক (সিএম) প্রকৌশলী কাওছার আহমেদ খান। তৃনমূল নারী উদ্যোক্তা সোসাইটির সমন্বয়কারী অতিনা দাশগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কর, এসএমই ফাউন্ডেশনের এসিস্ট্যান্ট ম্যানেজার আবির হোসেন, স্থানীয় এনজিও সংস্থা এমসিডা'র সভাপতি মো. মিজানুর রহমান আলম, প্রধান নির্বাহী তৌহিদুল ইসলাম মিলন, এনজিওকর্মী হিমাংশু মিত্র প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত