মৌলভীবাজার প্রতিনিধি

১২ অক্টোবর, ২০১৭ ১৮:০২

হরতালের প্রভাব নেই মৌলভীবাজারে

দলের আমির ও সেক্রেটারি সহ শীর্ষ পর্যায়ের আট নেতাকে আটকের প্রতিবাদে জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালে মৌলভীবাজারেও মাঠে নেই নেতা-কর্মীরা। সকাল থেকে বিকাল পর্যন্ত মৌলভীবাজার শহরের কোথাও কোন মিছিল বা পিকেটিং চোখে পড়ে নি।

হরতালে আগের দিন সকালে জামায়াত-শিবির শহরের সাইফুর রহমান সড়কে হরতালকে স্বাগত জানিয়ে বিক্ষোভ মিছিলের চেষ্টা চালালে তা পণ্ড করে দেয় পুলিশ। সেই সাথে সেখান থেকে দুই শিবির কর্মীকে আটক করে নিয়ে যায়।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দেখা যায়,  সকাল থেকে শহরের প্রতিটি ব্যস্ত সড়কে গণ পরিবহন সহ ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে সকল প্রকার যান চলাচল স্বাভাবিক পর্যায়ে রয়েছে। দূরপাল্লার বাস-ট্রাক ও মালবাহী কার্গো চলাচলও কম থাকলেও আঞ্চলিক যান চলাচল ছিল অন্যান্য দিনের মতোই । দুই একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান ছিল খোলা, তবে ক্রয়/বিক্রয় অন্যান্য দিনের তুলনায় ছিল একটু কম।

এদিকে হরতালে সহিংস কর্মসূচী ঠেকাতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকতে দেখা গেছে।

মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, জামায়াতের ডাকা হরতালে শহরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে রয়েছে। কোথাও কোন সহিংসতার খবর পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত