সিলেটটুডে ডেস্ক

১৩ অক্টোবর, ২০১৭ ১৬:৩৫

সিলেটে চলচ্চিত্র বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

সিলেটে শুরু হয়েছে চলচ্চিত্র বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা "ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স ২০১৭"৷ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ'এর উদ্যোগে ২ দিন ব্যাপী এই কোর্সের আয়োজন করেছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ৷ শুক্রবার সকালে কোর্সের উদ্বোধন করেন কবি ও গবেষক মোস্তাক আহমাদ দীন৷

এসময় উপস্থিত ছিলেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি লেখক ও নির্মাতা বেলায়েত হোসেন মামুন, সহ-সভাপতি স্থপতি রাজন দাশ,স্থপতি অমিতাভ দেবনাথ, স্থপতি সুব্রত দাস, স্থপতি আহমেদ আনহারসহ অন্যান্যরা৷

এই কোর্সে চলচ্চিত্রের ইতিহাস, চলচ্চিত্রের ভাষা, চলচ্চিত্রের নন্দনরূপ, চলচ্চিত্রের বিভিন্ন ধারা ও আন্দোলন, চিত্রগ্রহণ, সম্পাদনা, চলচ্চিত্র নির্মাণ এবং চলচ্চিত্র সমালোচনা প্রভৃতি বিষয়ে পাঠ ও অনুশীলন করা হবে ৷

কোর্সে পাঠদান করবেন শব্দ প্রকৌশলী রতন পাল, নির্মাতা ও শিক্ষক রাজীবুল হোসেন, স্থপতি রাজন দাশ, নির্মাতা ওয়াহিদ তারেক এবং লেখক ও নির্মাতা বেলায়েত হোসেন মামুন ৷

আপনার মন্তব্য

আলোচিত