জামালগঞ্জ প্রতিনিধি

২৫ নভেম্বর, ২০১৭ ১৬:১৬

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ স্বীকৃতি লাভ করায় জামালগঞ্জে আনন্দ র‌্যালি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর মেমোরী অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামান্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় জামালগঞ্জে জাঁকজমক ভাবে পালন করা হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) জামালগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভা যাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে জামালগঞ্জ উপজেলা আ'লীগ ও তার অঙ্গসংগঠন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জামালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সরকারী-বেসরকারি দফতর ও বিভিন্ন পেশাজীবীর মানুষ অংশ নেন।

বর্ণাঢ্য র‌্যালিটি উপজেলা পরিষদ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন,উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ,উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক এম.নবী হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদ উল্লাহ সরকার,ড: সাফায়েত আহমদ সিদ্দিকী,ডা: মনিসর চৌধুরী,অফিসার ইনচার্জ আবুল হাসেম,ফেনারবাঁক ইউনিয়নের চেয়ারম্যান করুণা সিন্দু তালুকদার,উওর ইউনিয়নের চেয়ারম্যান রজব আলী, জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান,বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী,দলীয় নেতা শাহানা আল আজাদ। অনুষ্ঠানে জহিরুল হক তালুকদার,জামিল আহমদ জুয়েল,আবুল আজাদ,আবুল খয়ের,আবুল কালাম,মলি হোসেন,সায়েম পাঠান,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,যুবলীগ,কৃষকলীগ,শ্রমিকলীগ,স্বেচ্চাসেবকলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

আলোচনা সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমী, উদীচী শিল্পীগোষ্ঠী,সপ্তক সঙ্গীত পরিষদ,সুরমা শিল্পী গোষ্ঠীর শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

আপনার মন্তব্য

আলোচিত