শ্রীমঙ্গল প্রতিনিধি

২২ জানুয়ারি, ২০১৮ ২১:৪৩

শ্রীমঙ্গলে বিলুপ্তপ্রায় প্রজাতির শকুন উদ্ধার

শ্রীমঙ্গল শহরের আশিদ্রোন এলাকা থেকে একটি বিলুপ্তপ্রায় প্রজাতির শকুন উদ্ধার করেছে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

সোমবার (২২ জানুয়ারি) ভোরে অসুস্থ অবস্থায় শকুনটিকে উদ্ধার করা হয়।
 
শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, শকুনটি খাদ্যের অভাবে অচেতন হয়ে তালগাছ থেকে মাটিতে পড়ে থাকতে পারে অথবা ব্যথানাশক কিছু খেয়ে অসুস্থ হয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
 
তিনি জানান, শকুনটিকে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে রাখা হয়েছে। বিলুপ্তপ্রায় এই শকুনটির অবস্থা বেশি ভালো নয়। সুস্থ হয়ে উঠলে শকুনটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে অবমুক্ত করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত