বিশ্বনাথ প্রতিনিধি

০১ মার্চ, ২০১৮ ১৯:০৭

বিশ্বনাথের চরচন্ডী গ্রামে ‘সড়ক বাতি’ দিলেন প্রবাসীরা

প্রবাসীদের অর্থায়নে ‘সড়ক বাতি’ দিয়ে আলোকিত হলো সিলেটের বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের চরচন্ডী গ্রাম।

বৃহস্পতিবার (১ মার্চ) দুপুরে উপজেলার নতুন হাবড়া বাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসার সম্মুখে খুঁটি পুতে ‘সড়ক-বাতি’ স্থাপনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার।

এর আগে নতুন হাবড়া বাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য ইউএনও বলেন, এটি প্রবাসীদের একটি মহতী উদ্যোগ। গ্রামের সড়কে সড়কে বাতি দেয়ার ফলে গ্রামে অপরাধ কর্মকাণ্ড অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে।

দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্বাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আমির আলী, যুক্তরাজ্য প্রবাসী হাজী মো. ছুরাব আলী, ইউপি সদস্য ছুরাব আলী, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের ও আশিক আলী, মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আলী হায়দার, সমাজসেবক মতছির আলী, রবিউল আলী এবং যুক্তরাজ্য প্রবাসী মো. শহিদুর রহমান রুমান।

আপনার মন্তব্য

আলোচিত