নিজস্ব প্রতিবেদক

১৪ জুন, ২০১৫ ২২:৫৪

অর্থমন্ত্রীর নামে নামকরণ হচ্ছে সিলেট ক্রীড়া কমপ্লেক্সের

সিলেট জেলা ক্রীড়া কমপ্লেক্সের নামকরণ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নামে করা হচ্ছে। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ইতোমধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেওয়া হবে।

মূলত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উদ্যোগেই সিলেট নগরীর মাছিমপুরে প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘সিলেট ক্রীড়া কমপ্লেক্স’ গত বছরের নভেম্বরে উদ্বোধন করা হয়। এই কমপ্লেক্স নির্মানের ফলে খেলোয়াড়দের শরীর চর্চা ও আভ্যন্তরীন ক্রীড়ার সুযোগ সৃষ্টি হয়।

অর্থমন্ত্রীর নামে ক্রীড়া কমপ্লেক্সের নামকরণ করার সত্যতা স্বীকার করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে। মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

গত নভেম্বরে উদ্বোধন হওয়া সিলেট জেলা ক্রীড়া কমপ্লেক্সে রয়েছে খেলোয়াড়দের জন্য আন্তর্জাতিক মানের সুইমিং পুল। রয়েছে জিমনেসিয়াম, লংটেনিস, ব্যাডমিন্টন কোর্ট, কাবাডি মাঠ, হোস্টেল ও অভ্যন্তরীণ সড়ক।





আপনার মন্তব্য

আলোচিত