জামালগঞ্জ প্রতিনিধি

০৫ মার্চ, ২০১৮ ২০:২৪

জামালগঞ্জে মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক কর্মশালা

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ মার্চ) সকালে উপজেলার সাচনা বাজার ইউনিয়ন পরিষদে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে কর্মশালার উদ্বোধন করেন ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সুখময় পাল। এতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা সম্পর্কে আলোচনা করেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম শামীম, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, আওয়ামী লীগ নেতা জহিরুল হক তালুকদার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আব্দুল মন্নান তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মো. শাহীন আলম, সাংগঠনিক সম্পাদক বাপ্পী বর্মণ, সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ, মহিলা পরিষদের সভাপতি শেখ আয়শা বেগম, সহসভাপতি মাধবী পাল চৌধুরী, নারী নেত্রী আয়শা সিদ্দিকা, রিপা, জ্যোসনা, মনোয়ারা, সাজিনা, পলি, কমলা, সমাজ সেবক নিশেন্দু কুমার রায়, বিশিষ্ট ব্যবসায়ী স্বপন কুমার রায়, সমাজসেবক আব্দুর রকিব, আব্দুল হক, সুনামগঞ্জ জেলা দি হাঙ্গার প্রজেক্ট এর প্রতিনিধি কুদরত পাশা প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত