ছাতক প্রতিনিধি

২৪ মার্চ, ২০১৮ ২১:৪৪

মাসুক মিয়া ছিলেন এই অঞ্চলের আলোকিত মানুষ : এমপি মানিক

দোলারবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মোমিন মাসুক মিয়ার স্মরণে শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক বলেছেন, আব্দুল মোমিন মাসুক মিয়া ছিলেন এই অঞ্চলের আলোকিত মানুষ। তিনি ছিলেন একাধারে শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। দোলারবাজার ইউনিয়ন তথা এ অঞ্চলের শিক্ষা ও সামাজিক উন্নয়নে উনার অবদান অনস্বীকার্য।

এমপি বলেন তিনি রাজনীতির পাশাপাশি এলাকায় শিক্ষা ও সমাজের উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছেন। তার মৃত্যুতে আ’লীগ তথা এ জাতী একজন আদর্শবান ব্যক্তি ও সমাজসেবীকে হারিয়েছে। এ অপূরণ কখনো পূরণ হবার নয়।

শনিবার (২৪মার্চ) বিকেলে মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দোলারবাজার ইউপি চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি সায়েস্তা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এড. রাজ উদ্দিন, বিসিবির পরিচালক ও সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, যুক্তরাজ্য আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এস এম সুজন, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ মজনু।

এতে আরো বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মরহুমের ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী আবুল কালাম, মরহুম মাসুক মিয়ার ছেলে সিলেট মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুল লতিফ রিপন, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, আওলাদ হুসেন, আফজাল হুসেন, সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস মিয়া, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান সেলিম।

বক্তব্য রাখেন ছাতক উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউপি চেয়ারম্যান মুরাদ হুসেন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান, আওয়ামীলীগ নেতা মুহিতুল বারী, তোফায়েল আহমদ আনা, ইফজাল আহমদ চৌধুরী, কমিউনিটি নেতা মুহিবুর রহমান, রুহুল আমিন, মঈনপুর জনতা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পবিত্র কুমার দেব, ছাতক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আনোয়ার হুসেন খান, মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাম্মান আহমদ।

মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান খান, পালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমদ, নাজমুল ইসলাম, রঞ্জিত কুমার, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, সিলেট মহানগর ছাত্রলীগের উপ-আপ্যায়ন সম্পাদক নাজির হুসেন লাহিন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন, ছাত্রলীগ নেতা জুনাইদ আহমদ, নিয়ামাত আলী, দ্বীনুল ইসলাম শ্যামল, মাহবুব আলম, নাজমুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন ক্বারি আফরোজ আলী।

আপনার মন্তব্য

আলোচিত