নিজস্ব প্রতিবেদক

২৮ মার্চ, ২০১৮ ২০:৩৮

আলো আলোয় মাহিদকে স্মরণ, অন্ধকার দূর করার আহ্বান

আলো জ্বালিয়ে স্মরণ করা হলো দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত মাহিদ আল সালামকে। কদমতলীর যে স্থানে ছুরিকাহত হন মাহিদ বুধবার সন্ধ্যায় সেই স্থানে আলোক প্রজ্জ্বলন করা হয়। আলোয় আলোয় স্মরণ করা হয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীকে। এসময় সকল অন্ধকারকে দূর করারও আহ্বান জানানো হয়।

সিলেটের সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে এই আলোক প্রজ্জ্বলন করা হয়। এরআগে
মাহিদ আল সালাম হত্যার প্রতিবাদে বিকেল মানবন্ধন ও সমাবেশ করা হয়। নগরীর কোর্ট পয়েন্টে সিলেটের এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। এরপর র‌্যালি নিয়ে দক্ষিণ সুরমায় গিয়ে আলোকপ্রজ্জ্বলন করা হয়।

শাবির সাবেক ছাত্র জোহান রানার পরিচালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন জেলা বারের সভাপতি এ্যাডভোকেট মো. লালা, শাবির বাংলা বিভাগের অধ্যাপক ফারজানা সিদ্দিকা রনি, মাহিদের ফুফু প্রভাষক জান্নাত আরা পান্না, মানবাধিকার সংগঠনের নেতা সভাপতি এ্যাডভোকেট খন্দকার রানা, জেলা ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ  নাবিল এইচ, সিলেট জেলা ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

বক্তরা বলেন, ‘ছিনতাইকারী হোক ও আর সন্ত্রাসী হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। মাহিদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

শাবির বাংলা বিভাগের অধ্যাপক ফারজানা সিদ্দিকা রনি বলেন, ‘মাহিদ নানা শুভ কর্মকান্ডে সব সময় থাকত। আমাদের ছেলে মেয়েরা পথেঘাটে সব সময় ছিনতাইয়ের শিকার হচ্ছে। ছিনতাই প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর কোন ভূমিকা নেই। আর কতো মাহিদ মরলে আইনের টনক লড়বে?’

মাহিদের ফুফু প্রভাষক জান্নাত আরা পান্না বলেন, ‘২৩ মার্চ ছিল মাহিদের জন্মদিন। সে রক্তদান করে দিনটি উদযাপন করে।’ তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘এভাবে যদি মেধাবীদের প্রাণ দিতে হয়, তাহলে কোথায় আজ দেশের স্বাধীনতা, কোথায় স্বার্বভৌমত্ব।’

আপনার মন্তব্য

আলোচিত