গোয়াইনঘাট প্রতিনিধি

০৯ মে, ২০১৮ ১৬:৩১

গোয়াইনঘাটে বজ্রপাতে নিহত ১

সিলেটের গোয়াইনঘাটের তোয়াকুল ইউনিয়নের লাকি কামারগাওয়ে বজ্রপাতে ১ জন নিহত হয়েছেন।

বুধবার (৯ মে) দুপুর ২টায় ইউনিয়নের লাকি কামারগাও গ্রামে আকস্মিক বজ্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতের নাম নুরুল হক (৩০)। তিনি পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার মোড়ারগাও গ্রামের চন্ডু মিয়ার ছেলে।

জানা যায়, ঘটনার সময় নুরুল গোয়াইনঘাটের তোয়াকুলের লাকি কামারগাওয়ে তার মামার বাড়ি যাচ্ছিলেন। পুলিশ লাশ উদ্ধার করে নিহতের নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করেছে।

এদিকে বুধবারের এ আকস্মিক কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা, কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। রাধানগর বাজারে বড় বটগাছ উপড়ে পড়ে ১০টি শেড (দোকান) ভেঙ্গে পড়ে অন্তত ১০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতদের মধ্যে গুরুতর রয়েছেন নজু মিয়া, ফতেহ আলী, আ. ছুবহান। বটগাছের আঘাতে নজু মিয়ার একটি হাত ভেঙ্গে গেছে। তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল জানিয়েছেন, তোয়াকুলের লাকি কামারগাওয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে ঝড়ে কাচা ঘরবাড়ি, গাছপালা উপড়ে ফেলার খবর পাওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক কোন পরিসংখ্যান এখনও পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত