সুনামগঞ্জ প্রতিনিধি

২৯ আগস্ট, ২০১৮ ১৬:২০

নদী হত্যাকারীদের শাস্তি দাবি দোয়ারাবাজার সাংবাদিক ফোরামের

বেসরকারি টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির পাবনা প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক জাগ্রত বাংলার সম্পাদক ও প্রকাশক সুবর্ণা আক্তার নদীর (৩০) হত্যাকারীদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দরা।

বুধবার (২৯ আগস্ট) সকালে এক লিখিত বিবৃতিতে সাংবাদিক সুবর্ণা আক্তার নদীর হত্যায় দোয়ারাবাজার সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দরা গভীরভাবে শোকাহত উদ্বেগ প্রকাশ করেছেন এবং গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষার্থে দেশব্যাপী সকল গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করণের দাবি জানান।

অন্যথায় আগামীতে দেশব্যাপী সাংবাদিক নেতৃবৃন্দদের নিয়ে আন্দোলনে নামার হুশিয়ারি উচ্চারণ করেন তারা।

বিবৃতিকারীগণ হলেন, দোয়ারাবাজার সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম, সহসভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সম্পাদক শামীম হোসাইন, সাংগঠনিক সম্পাদক আশিস রহমান, অর্থ সম্পাদক খালেদা আক্তার শাখী, প্রচার সম্পাদক রুবেল আহমেদ, দপ্তর সম্পাদক এনামুল কবির মুন্না, সদস্য কবির হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত