সিলেটটুডে ডেস্ক

২৯ আগস্ট, ২০১৮ ১৯:১০

বিএনপিতে খুনিদের স্থান নেই: নাসিম হোসাইন

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ প্রচার সম্পাদক ফয়জুল হক রাজুর হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ আগস্ট) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এই মানববন্ধনে সিলেটের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মহানগর ছাত্রদলের সহ সভাপতি (পদত্যাগকারী) সোহেল রানার সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক (পদত্যাগকারী) সোহেল ইবনে রাজা ও মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাকিলুর রহমান শাকিলের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, খুনিরা কোন দলের নয়। তাদের হাতে কেউ নিরাপদ নয়। বিএনপিতে খুনিদের কোনো স্থান নেই। সিটি নির্বাচনের বিএনপির বিজয় প্রাক্কালে খুন করে খুনিরা প্রমাণ করলো তারা সরকারের এজেন্ট হিসেবে দলের মধ্যে ঘাপটি মেরে রয়েছে। খুনিদের দ্রুত গ্রেপ্তার করতে প্রশাসনের কাছে দাবি জানানোর পাশাপাশি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জোর দাবি জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়ছল বলেন, দলের এই ক্রান্তিলগ্নে যখনই আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে ধানের শীষকে বিজয় নিশ্চিত করেছি ঠিক সেই মুহূর্তে ধানের শীষের বিজয়কে যারা মেনে নিতে পারেনি তারাই রাজুকে হত্যা করেছে। রাজু সিটি নির্বাচনে ধানের শীষের পক্ষে সক্রিয় ভূমিকা রেখেছিল, যা খুনিরা সহ্য করতে পারেনি। তাই তাদের প্রতিহিংসা চরিতার্থ করতে রাজুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। তিনি রাজু হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক বলেন, রাজু ছিল ছাত্রদলের সম্ভাবনার প্রতীক। অত্যন্ত বিনয়ী ও মেধাবী এই ছাত্রনেতাকে পরিকল্পিতভাবে একটি সন্ত্রাসী গোষ্ঠী তাকে হত্যা করে। রাজু হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বিএনপি পরিবার ঐক্যবদ্ধ। তার বিচারের স্বার্থে যতটুকু সহযোগিতা প্রয়োজন মহানগর বিএনপি তা করবে বলে আশ্বস্থ করে তিনি বলেন, যারা খুন করেছে তারা যেমন অপরাধী, যারা খুনিদের প্রশ্রয় দেবে তারাও সমান অপরাধী। তাই খুনিদের দ্রুত গ্রেপ্তার ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক, জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট ফখরুল ইসলাম, সহ ছাত্র বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মিফতাউল কবির মিফতা, জেলা জাসাস’র সহ সভাপতি রাসেল আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আজিজ হোসেন আজিজ, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি অর্পণ ঘোষ, শাহীন আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না, সাবেক যুগ্ম সম্পাদক দেওয়ান রেজওয়ান, জাকির হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল খালিক মিল্টন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সুমেল আহমদ চৌধুরী, মুহি উদ্দিন মুহিন, স্বেচ্ছাসেবক দল নেতা বেলাল আহমদ, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি (পদত্যাগকারী) নজরুল ইসলাম, সহ সভাপতি (পদত্যাগকারী) মাসরুর রাসেল, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল, এমরুল হোসেন হিমেল, দিলদার হোসেন শামীম, আব্দুস সালাম, সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কামরান আহমদ, মঞ্জু হোসেন, ইমরান আহমদ, বাবুল হোসেন, আব্দুল আহাদ সুমন, কুটন আহমদ, এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক বদরুল আজাদ রানা, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক (পদত্যাগকারী) আনোয়ার হোসেন রাজু, সেলিম মিয়া, রুবেল আহমদ রানা, ঝলক আচার্য, মিসবাউল আম্বিয়া, আমিনুল ইসলাম, ইমন আহমদ, এনামূল হক ঝুমন, জেলা জাসাস’র সাংগঠনিক সম্পাদক রায়হান এইচ খান, ল’কলেজ ভারপ্রাপ্ত সভাপতি আবু ইয়ামিন চৌধুরী, মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক (পদত্যাগকারী) আবুল হোসেন, মহানগর জাসাসের যুগ্ম সম্পাদক সিএম আরিফ আব্দুল্লাহ, মহানগর ছাত্রদলের সাবেক কর্মসূচী প্রণয়ন সম্পাদক সুলতান আহমদ চৌধুরী, মিজানুর রহমান, শাহজাহান আহমদ, সুমন আহমদ, সবুজ আহমদ, রাহাত আহমদ, আরিফুল ইসলাম সুমন, সুজন আহমদ, ল’ কলেজ ছাত্রদল নেত্রী পনির রহমান, ছাত্রদল নেতা মাসুম আহমদ শাফিন, রাসেল আহমদ, পাপলু আহমদ, সুলতান আহমদ, শাহাজাহান চৌধুরী মাহি, মিনহাজ সিরাজ, আরিফ ইকবাল, আলী বাহার, মিসবাহ উদ্দিন ইমন, কামিল আহমদ, মিজানুর রহমান চৌধুরী মিজান, সালমান ফার্সি, জাহিদ শিকদার, তানভীর খান সজীব, এনামূল হক, দিলোয়ার হোসেন, রাব্বি আহমদ, মাসুম আহমদ শামীম, চৌধুরী সোবহান আজাদ, সাহিদুর রহমান বিপ্লব, রিপন আহমদ, সানোয়ার হোসেন সজীব, ইমরান আহমদ রাফি, বখতিয়ার হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত