কমলগঞ্জ প্রতিনিধি

০৩ অক্টোবর, ২০১৮ ১৭:৩০

কমলগঞ্জে ৪ পাখি শিকারির জরিমানা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কেওলার হাওরে ফাঁদ পেতে পাখি শিকারের দায়ে ৪জন শিকারিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে কেওলার হাওরে জবাইকরা ৯টি বক ও একটি জীবিত বকপাখিসহ ৪ শিকারিকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ৪ শিকারির প্রত্যেককে নগদ আড়াই হাজার টাকা করে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা করেন। এসময় জীবিত বকটিকে অবমুক্ত করা হয়।       

শমশেরনরগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাবাসী সচেতনতার কারণে ৪ পাখি শিকারিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, পাখি শিকারের দায়ে ৪ শিকারির জরিমানা হওয়ায় ভবিষ্যতে পাখি শিকার করা হতে বিরত থাকবে অন্যান্য শিকারিরা। 

আপনার মন্তব্য

আলোচিত