সিলেটটুডে ডেস্ক

২২ নভেম্বর, ২০১৮ ২২:২০

বিভাগীয় কমিশনারের দক্ষিণ সুরমায় বিভিন্ন কর্মসূচিতে যোগদান

সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচন অবাদ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের স্ব স্ব দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে হবে। নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত নিয়মনীতি মেনে কাজ করতে হবে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কোন উন্নয়ন প্রকল্প উদ্বোধন বা ভিত্তিপ্রস্তর স্থাপন করা যাবে। সংশ্লিষ্ট সকলকে নির্বাচনের আচরণ বিধি মেনে চলতে হবে। যাতে ভোটাররা স্ব স্ব কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিকেলে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আসলাম উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) খালেদা খাতুন রেখা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মোমনি, উপজেলা পরিবার পরিকল্পন কর্মকর্তা তপন কান্তি ঘোষ, নির্বাচন কর্মকর্তা তানজিদা আরফিন চন্দা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিক উদ্দিন আহমদ, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুন্তাকিম, যুব উন্নয়ন কর্মকর্তা ফখরুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আহমদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা দেববতী মিস্ত্রী, উপজেলা সাব রেজিস্ট্রার আয়েশা সিদ্দিকা, সমবায় কর্মকর্তা তন্ময়, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, জালালপুর ইউপি চেয়ারম্যান মাওলানা সোলাইমান হোসেন, দাউদপুর ইউপি চেয়ারম্যান এইচ.এম খলিল, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সায়েকুল ইসলাম।

এর আগে বিভাগীয় কমিশনার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এর মধ্যে ছিলো উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম, উপজেলা ভূমি অফিসের কার্যক্রম, জালালপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম ও ইউনিয়ন তথ্যকেন্দ্রের কার্যক্রম, জালালপুর ইউনিয়নের মোকাম দোয়ার কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, জালালপুর ইউনিয়ন ভূমি অফিস ও রেঙ্গা হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন। বিদ্যালয়টি পরিদর্শনকালে বেশ কয়েকটি শ্রেণীকক্ষে গিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজখবর নেন ও নির্মাণাধীন স্কুল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার।

আপনার মন্তব্য

আলোচিত