Advertise

শ্রীমঙ্গল প্রতিনিধি

১৬ ডিসেম্বর, ২০১৮ ১৪:৫৮

‘ঝামেলা এড়াতে’ শ্রীমঙ্গলে শহীদ মিনারে যায়নি বিএনপি

বিজয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা জানাতে এলেও এবার বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের পক্ষ থেকে শ্রীমঙ্গলের পৌর শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়নি।

প্রতিবছর সূর্যোদয়ের পরেই শ্রীমঙ্গলের পৌর শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতেন বিএনপির নেতাকর্মীরা। তবে এই প্রথম শ্রদ্ধাঞ্জলি নিয়ে শহিদ মিনারে যেতে দেখা যায়নি বিএনপির কোনো নেতাকর্মীকে।

এবিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা খুব নাজুক অবস্থায় আছি। এখন মিছিল মিটিং করলেই রাতে পুলিশ গিয়ে বাসায় বাসায় তল্লাশী করে হুমকি দেয়, এর কারনে আমাদের নেতৃবৃন্দ ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে। শহীদ মিনারে গেলেই হয়তো প্রতিপক্ষ আমাদের সাথে ঝামেলা বাঁধাবে সংঘর্ষে জড়াবে এবং প্রশাসন নতুন করে মামলা দিয়ে হয়রানী করবে তাই ঝামেলা এড়াতে আমরা শহীদ মিনারে যাই নি৷

আপনার মন্তব্য

আলোচিত