নিজস্ব প্রতিবেদক

০৭ মার্চ, ২০১৯ ১৮:৪২

টিলা কাটার অপরাধে ইসকনকে ২৭ হাজার টাকা জরিমানা

অনুমতি ব্যতীত সিলেট নগরীর কাজলশাহ এলাকাস্থ যুগলটিলা নামক টিলা কাটার অপরাধে ইসকন মন্দির কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে তাদেরকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর, সিলেটের সহকারি পরিচালক হাফিজুর রহমান।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) আলতাফ হোসেন। এ সময় অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট সাইফুল ইসলাম, জুনিয়র কেমিস্ট সানোয়ার হোসেনসহ কোতোয়ালী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সিনিয়র কেমিস্ট সাইফুল ইসলাম জানান, নগরীর কাজলশাহ এলাকার ইসকন মন্দির কর্তৃপক্ষ পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমতি ছাড়াই যুগলটিলা কাটছিল। তারা টিলা কেটে রিটেইনিং দেয়াল নির্মাণ করতে চেয়েছিল। খবর পেয়ে আজ অভিযান চালানো হয়। অভিযানে টিলা কাটা বন্ধ করে সাড়ে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত