নিজস্ব প্রতিবেদক

০৮ মার্চ, ২০১৯ ২০:১৪

৬৬ কোটি টাকা ব্যয়ে পুণনির্মিত হচ্ছে সিলেট-সুলতানপুর সড়ক

দীর্ঘদিন ধরে ভাঙ্গাচোরা অবস্থায় পড়ে থাকার পর অবশেষে সংস্কার হচ্ছে দক্ষিণ সুরমার সিলেট-সুলতানপুর সড়ক। ৬৬ কোটি টাকা ব্যয়ে এই সড়কটি পুণনির্মানের উদ্যোগ নেওয়া হয়েছে। পুণনির্মািন কাজ শেষ হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে বলে মনে করেন সংশ্লিস্টরা।

বৃহস্পতিবার দুপুরে সিলেট-সুলতানপুর সড়কের পুননির্মাণ কাজের উদ্বোধন করেন দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ।

এসময় আবু জাহিদ বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রমে দেশের সর্বস্তরের জনগণ সন্তুষ্ট। সরকারের উন্নয়নমুখী কাজের মূল্যায়ন করে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের জনগণ আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে শেখ হাসিনাকে ক্ষমতায় পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। তারই ধারাবাহিকতায় সিলেট-সুলতানপুর সড়কের উন্নয়ন কাজ চলছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান ঠিকাদার নূরুল মজিদ চৌধুরী, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবুল মিয়া। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কাদিপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মালিক।

আপনার মন্তব্য

আলোচিত