কমলগঞ্জ প্রতিনিধি

১০ মার্চ, ২০১৯ ১৩:২১

কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে “দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি”- এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে অংশগ্রহণ কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। র‍্যালি শেষে উপজেলা চৌমুহনী চত্বরে দুর্যোগ সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার পারভিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. মোশারফ হোসেন।

আলোচনায় অংশ নেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাধাকান্ত সিংহ, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু সহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। আলোচনায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ লেগে থাকবেই। তবে দুর্যোগ প্রতিরোধে সবাইকে কৌশলটি জানতে হবে। তা হলে ক্ষয়ক্ষতি কমে যাবে।

আপনার মন্তব্য

আলোচিত