সিলেটটুডে ডেস্ক

১১ মার্চ, ২০১৯ ২১:০৫

সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলে মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন

স্বাধীনতার মাসে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমকে জাগ্রত করতে বিশেষ শিশুদের জন্য মুক্তিযুদ্ধ কর্নার নির্মাণ করেছে সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুল।

সোমবার (১১মার্চ) কুমারপাড়াস্থ সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলে মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করা হয়।  এসময় স্কুলের জন্য একটি নতুন মাইক্রবাসেরও উদ্বোধন করা হয়।

মুক্তিযুদ্ব কর্ণার ও মাইক্রবাস উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের  অতিরিক্ত সচিব মেম্বার এডমিন খান মোহাম্মদ বিলাল এবং সিলেটের জেলা প্রশাসক ও সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের সভাপতি এম কাজী এমদাদুল ইসলাম।

বিশেষ শিশুদের উপযোগী করে ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস কে তুলে ধরা হয় মুক্তিযুদ্ধ কর্ণারের দেয়ালিকায়। এই কর্ণারে মুক্তিযুদ্ধ বিষয়ক শিশুতোষ বইয়ের প্রর্দশন করা হয়।  

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আসলাম উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন  বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমান, সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের আজীবন সদস্য আরফিনা বিলালসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, বিদ্যালটি বিশেষ শিশুদের বিভিন্ন কার্যক্রম নিয়ে ২০১১ সাল থেকে কাজ করে আসছে। 

আপনার মন্তব্য

আলোচিত