নিজস্ব প্রতিবেদক

০২ এপ্রিল, ২০১৯ ১৫:১০

অবৈধ ট্রাক স্ট্যান্ড অপসারণে সিসিকের অভিযান

সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরে অবৈধ ট্রাক স্ট্যান্ড অপসারণে অভিযান পরিচালনা করছে সিলেট সিটি করপোরেশন।

মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১০টা থেকে এ অভিযান শুরু হয়।

অবৈধ ট্রাক স্ট্যান্ড অপসারণে এ অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন সিসিকের গণসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব।

হুমায়ুন রশীদ চত্বর থেকে চন্ডিপুলের আব্দুস সামাদ আজাদ চত্বর পর্যন্ত এ অভিযান চলছে।

যে সকল ট্রাক সরিয়ে দেওয়া হয়েছে ভবিষ্যতে এসব জায়গায় আবার ট্রাক রাখা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি প্রদান করেন মেয়র আরিফ।

এ সময় অবৈধ ট্রাক স্ট্যান্ডকে ঘিরে গড়ে উঠা দোকানপাটও উচ্ছেদ করেন তিনি।

এ ব্যাপারে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নগরীতে যানজট ও জনদুর্ভোগের অন্যতম একটি কারণ হলো এই অবৈধ ট্রাক স্ট্যান্ডগুলো। জনদুর্ভোগ কমাতে অবৈধ ট্রাক স্ট্যান্ড অপসারণে কোন ধরণের ছাড় দেওয়া হবে না। নগরীর সকল অবৈধ ট্রাক স্ট্যান্ড পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলে জানান তিনি।

অভিযানে সিসিক কর্মকর্তা-কর্মচারী ছাড়াও এসএমপি (ট্রাফিক) ডিসি ফয়সল মাহমুদ, টিআই হাবিব আহমদও উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত