সুনামগঞ্জ প্রতিনিধি

২৩ জুলাই, ২০১৯ ০০:৩৭

জামালগঞ্জে এক হাজার মিটার কারেন্ট জাল জব্ধ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে প্রায় এক হাজার মিটার কারেন্ট জাল জব্ধ ও পুড়ানো হয়।

সোমবার (২২ জুলাই) জামালগঞ্জ উপজেলা মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে ফরমালিনবিরোধী অভিযান এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন এর লক্ষ্যে সাচনা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় কারেন্ট জাল ব্যবসায়ীরা পালিয়ে জাল ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে, প্রায় এক হাজার মিটার কারেন্ট জাল উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পালের উপস্থিতিতে পুড়ানো হয়।

অপর দিকে, উপজেলার সাচনা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পণ্যের মোড়ক ব্যবহার না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় এক ব্যাবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত