Advertise

নিজস্ব প্রতিবেদক

১১ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:৩০

সিলেটে সমরেশ মজুমদার

সিলেটে এসেছেন বাংলা সাহিত্যের কালজয়ী উপন্যাসিক সমরেশ মজুমদার। বুধবার দুপুরে পশ্চিমবঙ্গ থেকে তিনি সিলেট আসেন। মননশীল বইয়ের দোকান 'বাতিঘর'-এর একটি অনুষ্ঠানে যোগ দিতে সিলেট এলেন সমরেশ।

সাতকাহন, কালবেলা, গর্ভধারিনী, কালপুরুষ- এমন অসংখ্য কালজয়ী উপন্যাসের লেখক সমরেশ এবারই প্রথম সিলেট এলেন।

বাতিঘরের কর্মকর্তা লিংকন দাশ জানান, সিলেট এসেই শ্রীমঙ্গলে ঘুরতে চলে গেছেন সমরেশ। শুক্রবার সকালে বাতিঘর-এ 'বইপ্রকাশের গল্প' নামে একটি অনুষ্ঠানে কথা বলবেন সমরেশ মজুমদার ও লেখক বাদল সৈয়দ।

আপনার মন্তব্য

আলোচিত