Advertise

গোলাপগঞ্জ প্রতিনিধি

২০ সেপ্টেম্বর, ২০১৯ ২০:২১

গোলাপগঞ্জে অটোরিকশা খাদে পড়ে আহত ৫

সিলেটের গোলাপগঞ্জে সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে চালকসহ পাঁচজন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মীরগঞ্জ-ফেঞ্চুগঞ্জ সড়কের ফতেহপুর পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আহত একজন হলেন দক্ষিণ ইউনিয়নের সুনামপুরের ইসলামপুর গ্রামের মনাফর আলীর ছেলে জুয়েল আহমদ (৩৩)। অপর আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সিএনজি অটোরিকশাটি (নাম্বারবিহীন) উপজেলার সুনামপুর থেকে যাত্রী নিয়ে ফেঞ্চুগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জ-ফেঞ্চুগঞ্জ সড়কের ফতেহপুর পূর্বপাড়া গ্রামের শয়তানের খাল নামক কালভার্টের থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে গাড়ির চালকসহ পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

ভাদেশ্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন সড়ক দুর্ঘটনায় পাঁচজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত