Advertise

সিলেটটুডে ডেস্ক

০৯ অক্টোবর, ২০১৯ ২২:১৮

আবরার হত্যার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারী বিশ্ববিদ্যালয় সিলেট শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল করেছে।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে বিক্ষোভ মিছিলটি সিলেট নগরীর ধোপাধিঘীর পাড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিন্দাবাজার হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা- আবরার ফাহাদ হত্যাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আকিরুল ইসলাম চৌধুরী জিসানের সভাপতিত্বে সিলেট বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা হাবিব আহমদ মুক্তা ও কামরুল আলম চৌধুরীর যৌথ পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ১নং সদস্য, ফয়সাল আহমদ, সিলেট বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মুজিবুর রহমান পবলু, রিবন আলী,মাহবুব আলম মাসুম, খালেদ আহমদ, সোহাগ ভূইয়া,মাসুম আহমদ, সাদ্দাম হোসেন,মসারুল ইসলাম জোহা, সাজু আহমদ সাজলু, মাসুদ আহমদ, শাবাব আহমদ হাদী, রবিউল আওয়াল সানি, রাইয়ান হাসান, আব্দুল লতিফ সাজু, ফারসিন ইজাজ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত