জুড়ী সংবাদদাতা

২৭ নভেম্বর, ২০১৯ ১৮:৪৯

জুড়ীতে ছাদ কৃষির উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

মৌলভীবাজার জুড়ীতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান।

বুধবার সকাল ১০টায় জুড়ীর কচুরগুল এলাকায় কমলা চাষিদের সমস্যা ও সম্ভাবনা বিষয়ে তিনি মতবিনিময় সভা করেন। এরপর পূর্বজুড়ী ইউনিয়ন পরিদর্শন শেষে জুড়ীর প্রথম কৃষি ছাদ বাগানের উদ্বোধন করেন তিনি।

জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী অফিসার অসীম চন্দ্র বণিক, অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ন কবীর, সহকারী কমিশনার ভূমি নুসরাত লায়লা নীরা, জুড়ী থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, রঞ্জিতা শর্মা, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, পূর্বজুড়ী ইউনিয়নের চেয়ারম্যান সালেহ উদ্দিন, গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ন রশীদ রাজী প্রমুখ।

এছাড়া বিভাগীয় কমিশনার হাকালুকি হাওরে পর্যটন বিকাশ ও উন্নয়নের পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে হাকালুকি ভ্রমণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত