কমলগঞ্জ প্রতিনিধি

০৫ ডিসেম্বর, ২০১৯ ১৭:৫৫

কমলগঞ্জে চোরাই কাঠ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশ ও বনবিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর)দুপুর ২টায় কমলগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের কুমড়াকাপন গ্রামের প্রবাসী সুফি মিয়ার বাড়িতে বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণের অপরাধ দমন ইউনিট ও কমলগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযান চালায়। এ সময় সুফি মিয়ার পুকুর থেকে আকাশমনিসহ বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ চোরাই কাঠ উদ্ধার করা হয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত চোরাই কাঠগুলো কালাছড়া সংরক্ষিত বনের বাপার জোনের কাঠ।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বিভাগীয় বন কর্মকর্তা আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চোরাই কাঠগুলো কালাছড়া সংরক্ষিত বনের বাপার জোনের কাঠ। উদ্ধারকৃত কাঠের এখনো পরিমাপ করা সম্ভব হয়নি তবে ৪০ টুকরো কাঠ হবে। এদের মধ্যে আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির কাঠ রয়েছে। এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য

আলোচিত