নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর, ২০১৫ ০১:২৭

মধ্যরাতে জৈন্তাপুরে ভয়াবহ সংঘর্ষে আহত অর্ধশতাধিক, সিলেট-তামাবিল সড়কে যানচলাচল বন্ধ

সোমবার মধ্যরাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হরিপুর বাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষে অননন্ত অর্ধশতাধিক আহত হয়েছেন। রাত সাড়ে নয়টায় কথাকাটাকাটির জের ধরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। রাত দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিলো।

সংঘর্ষের ফলে সিলেট-তামাবিল সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সড়কের দুই পাশে দীর্ঘ যানজট লেগে যায়।

ঘটনাস্থল থেকে জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন জানিয়েছেন, এ পর্যন্ত কতজন আহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। আহতের সংখ্যা অর্ধশতাধিক হবে জানিয়ে তিনি বলেন, ২৫ জনকে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। র্যাব ও বিপুল সংখ্যক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্ঠা করছে বলে জানান জয়নাল।

জানা যায়, সোমবার বিকেলে হরিপুর বাজারে একটি দোকানে জুতা ক্রয় নিয়ে দোকানদার ও ক্রেতার মধ‌্যে ঝগড়া হয়। এ ঝগড়ার জের ধরে রাত ৯ টায় হরিপুর বাজারে বালিপাড়া ও হেমু হাউপাড়া গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘাতে জড়িয়ে পড়ায় বন্ধ হয়ে পড়ে সিলেট-তামাবিল সড়কে যান চলাচল।

সংঘর্ষে দুইপক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এদের মধ্যে অন্তত দশজনের অবস্থা আশঙ্কাজনক। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

সিলেটের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা ঘটনাস্থল থেকে বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

আপনার মন্তব্য

আলোচিত