সিলেটটুডে ডেস্ক

০১ জানুয়ারি, ২০২০ ২০:৪৭

খাদিম চা বাগানে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী

সিলেটের খাদিমনগর চা বাগানে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। ৩১ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় এই প্রদর্শনীর আয়োজন করে চা বাগানের শিশুদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ঊষা।
বছরের শেষ সূর্যোদয়ের সময় শহীদ দের শ্রদ্ধা জানাতে এবং বিজয় মাসের শেষ দিনটি স্মরনীয় করে রাখার জন্য এই আয়োজন করা হয় করা হয় বলে জানান আয়োজকরা। প্রদর্শনীর শুরুতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের সময় স্বজন হারানো চা শ্রমিক পরিবারের সদস্যরা এবং মুক্তিযোদ্ধা তারা তাদের স্মৃতিচারণ করেন। প্রদর্শনীতে শিশুদের জন্য আমার বন্ধু রাশেদ এবং বড়দের জন্য শ্যামল ছায়া চলচ্চিত্র দুটি প্রদর্শন করা হয়।

ঊষা'র সমন্বয়ক নিগার সাদিয়া বলেন, তীব্র শীত উপেক্ষা করে মানুষের উপস্থিতি ঊষা পরিবারকে অনেক উৎসাহিত করেছে। ভবিষ্যতে এরকম আয়োজনে ঊষাকে সর্বাত্নক সহযোগীতা করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন স্থানীয় জনপ্রতিনিধি ও পঞ্চায়েত সভাপতি সবুজ গোয়ালা।

আপনার মন্তব্য

আলোচিত