তাহিরপুর প্রতিনিধি

০৯ জানুয়ারি, ২০২০ ১৮:০৭

তাহিরপুরে বহুমুখী প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

সুনামগঞ্জের তাহিরপুরে কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক বহুমুখী প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১২ টায় প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

আরও বক্তব্য দেন, সেন্টার ফর ন্যাচারাল স্টাডিজ (সিএনআরএস) নির্বাহী পরিচালক মুখলেছুর রহমান পিএইচডি, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান, জাপান বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি রোদলা নাফিসা, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, শ্রীপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান বিশ্বজিত সরকার, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি নুরুল আমিন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অনুপম রায় প্রমুখ। সভা পরিচালনা করেন জুলফিকার চৌধুরী রানা।

আপনার মন্তব্য

আলোচিত