মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট

১২ জানুয়ারি, ২০২০ ২২:১২

ভূমিহীনদের জন্য গোয়াইনঘাটে হচ্ছে গুচ্ছগ্রাম

গোয়াইনঘাটের শিমুলতলা গ্রামের প্রস্তাবিত গুচ্ছগ্রামের ভূমি

ভূমি ও ঘরবাড়িহীন মানুষের জন্য সিলেটের গোয়াইনঘাটে তৈরি হচ্ছে একটি অত্যাধুনিক গুচ্ছগ্রাম। সরকারের প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় গোয়াইনঘাটের ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের ৮নং ওয়ার্ডে শিমুলতলা গ্রামে সরকারি ৪ একর ৪৮ শতক ভূমিতে স্থাপিত হচ্ছে দৃষ্টি নন্দন এই গুচ্ছগ্রাম। এই প্রকল্পের কাজ বাস্তবায়ন হলেই ভিটে মাটি পাবেন শতাধিক পরিবার।

ইতোমধ্যে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব ও সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং শিমুলস্থ উক্ত প্রকল্প এলাকা সরেজমিন ঘুরে এসেছেন। সোমবার (১৩ জানুয়ারি) গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব উক্ত প্রকল্পের মাটি ভরাটের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

এর আগে শতাধিক ভূমি, ঘরবাড়িহীন পরিবারের তালিকা গোয়াইনঘাট প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়। সেখান থেকে প্রাথমিকভাবে ৪০টি পরিবারকে আশ্রিত করার জন্য উদ্যোগ নিতে গোয়াইনঘাট প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়।

গোয়াইনঘাটের উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উক্ত গুচ্ছগ্রাম প্রকল্পে পুকুর, খেলার মাঠ, কমিউনিটি সেন্টার, কবরস্থান, মসজিদ, স্কুল রাস্তা-ঘাটসহ বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকবে। গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের মাধ্যমে দ্রুত এই প্রকল্পের কাজ শুরু হবে।

গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং বিষয়টি নিশ্চিত করে বলেন, এই প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে। ভূমি ও ঘরবাড়িহীন মানুষজনকে আশ্রয় দিতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের ভিত্তিতে উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শিমুলতলায় গুচ্ছগ্রাম প্রতিষ্ঠার মাধ্যমে সরকারের একটি মহৎ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের পর্যায়ক্রমে মাথা গুজার ঠাই হবে শতাধিক পরিবারের। পুকুর, খেলার মাঠ, কমিউনিটি সেন্টার, কবরস্থান, মসজিদ, স্কুল রাস্তা-ঘাটসহ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নাগরিক সকল সুবিধা নির্ভর এই গুচ্ছগ্রামটি বাস্তবায়িত হওয়ার পর উদ্বোধন করা হবে।

এ ব্যাপারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, ভূমি ও ঘরবাড়িহীন মানুষের কল্যাণে সরকার সব সময় আন্তরিক। গরিব ও অসহায়দের কল্যাণে আওয়ামী লীগ সরকার সব সময়ই নিবেদিত প্রাণ হয়ে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়াইনঘাটে গুচ্ছগ্রাম প্রতিষ্ঠার মাধ্যমে শতাধিক পরিবারকে মাথা গুজার ঠাঁই করে দিচ্ছে সরকার। আমাদের প্রধানমন্ত্রীর ভূমি, ঘরবাড়িহীনদের প্রতি উদার ও মানবিকতার দৃষ্টিকোণ থেকে এই প্রকল্প। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায়, দরিদ্র জনগোষ্ঠীর দুর্দশা লাঘবে দিনরাত সমানতালে তাদের কল্যাণে কাজ করেন। গোয়াইনঘাটের এই দৃষ্টিনন্দন গুচ্ছগ্রাম প্রকল্পটি তারই পরিচয় বহন করে।

আপনার মন্তব্য

আলোচিত