গোলাপগঞ্জ প্রতিনিধি

১৫ জানুয়ারি, ২০২০ ২২:১৭

বাঘা ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতবর্ষ উদযাপন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে প্রতিষ্ঠিত বাঘা ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শতবর্ষ উদযাপন করেছে।

এ উপলক্ষে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শতবর্ষ উদযাপন করেন। বিদ্যালয়টি ১৯১৯ সালে প্রতিষ্ঠা করা হয়।

শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মুরারি চাঁদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক সালেহ আহমদ ।

বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) রেজিস্টার বদরুল ইসলাম সুয়েব, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দীকি, জেলা পরিষদ সদস্য স্যায়িদ সুহেদ আহমদ, এসএটিভির সিলেট ব্যুরো ইনচার্জ আব্দুল আলিম শাহ প্রমুখ।

বাঘা ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীরা।

একশো বছর আগে বাঘা গৌরাবাড়ি গ্রামের শিক্ষানুরাগী ব্যক্তিত্ব বাবু ভারত চন্দ্র দেব স্কুলটি প্রতিষ্ঠা করেন।

আপনার মন্তব্য

আলোচিত