সুনামগঞ্জ প্রতিনিধি

১৬ জানুয়ারি, ২০২০ ১৯:২৪

সুনামগঞ্জে বঙ্গবন্ধু হ্যান্ডবল লীগে চ্যাম্পিয়ন ফ্যান্টম হিরোজ

সুনামগঞ্জে বঙ্গবন্ধু হ্যান্ডবল লীগের ফাইনাল খেলায় ফ্যান্টম ড্রাগনকে ৩৫-১৯ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে ফ্যান্টম হিরোজ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে লীগের ফাইনাল খেলায় ফ্যান্টম হিরোজ ১৬ গোলের ব্যবধানে ফ্যান্টম ড্রাগন দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরিফুল ইসলাম।

জেলা হ্যান্ডবল বিভাগের সভাপতি পারভেজ আহমেদ চৌধুরী সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সিরাজুর রহমান সিরাজ, অ্যাড. নানু মিয়া, সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, হ্যান্ডবল লীগের পৃষ্ঠপোষক সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, জেলা কাবাডি বিভাগের সভাপতি প্রদীপ পাল নিতাই, নারী নেত্রী সঞ্চিতা চৌধুরী, দিলারা বেগম, ক্রীড়া কর্মকর্তা গোলাম সাবেরীন সাবু, ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রাজা প্রমুখ।

৯ জানুয়ারি থেকে অনুষ্ঠিত হওয়া বঙ্গবন্ধু হ্যান্ডবল লীগ শেষে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইকবাল বখত সুমন, সেরা গোলদাতা মামুন আহমেদ অপু, সেরা গোলরক্ষক রকিবুল মিয়া।  

অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম বলেন, হ্যান্ডবল খেলাকে আমাদের জনপ্রিয় করতে হবে। এই খেলাটি যেনো সুনামগঞ্জের সকল উপজেলায় নিয়মিত করা যায় তাহলে আমরা হ্যান্ডবল থেকে ভালো খেলোয়াড় পাবো। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে হলে খেলাধুলার বিকল্প নেই। আপনারা যারা সিনিয়র খেলোয়াড় আছেন তারা অবশ্যই স্কুল-কলেজে এই খেলার বিস্তার ঘটাবেন।


আপনার মন্তব্য

আলোচিত